JSC & JDC পরীক্ষা পেছাল

শীর্ষ মিডিয়া ৩০ অক্টোবর ঃ  জামায়তে ইসলামীর ডাকা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা হবে ৭ নভেম্বর ও ৩ নভেম্বরের পরীক্ষা হবে ১৪ নভেম্বর।বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান  তাঁর বাসায়  অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ।

উল্লেখ্য, ২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এবারের দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী প্রায় ২১ লাখ।