Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:০৭ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

‘৮৮.২৯ শতাংশ পাস এসএসসিতে’

এবার মাধ্যমিক শ্রেণির এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন শিক্ষার্থী।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার এ ফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় আটটি সাধারণ বোর্ডের চেয়ারম্যান, মাদরাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেন।

সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ৮৮.৭০, মাদরাসা বোর্ডের ৮৮.২২ এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীন ৮৩.১১ শতাংশ শিক্ষার্থী পাশ করেন।

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ছেলেদের পাশের হার ৮৮.২০ আর মেয়েদের পাশের হার ৮৮.৩৯ শতাংশ।

দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল ঘোষণা করবেন।

প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এবার ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। এটা আমাদের অনেক বড় অর্জন।

প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনা এবং সবার সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব হয়েছে বলে জানান মন্ত্রী।