Press "Enter" to skip to content

‘৮৩’ ছবিতে খোলামেলা দৃশ্যে অদিতি

২০১৫ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন অদিতি আরিয়া। এরপর বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন। হেঁটেছেন বড় বড় র‌্যাম্পের মঞ্চেও। তবে এবার অদিতির অভিষেক হতে যাচ্ছে বলিউডে। রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত নতুন ছবি ‘৮৩’ তে কাজ করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করছেন কবির খান। সম্প্রতি লন্ডনে এর শুটিং শুরু হয়েছে। এ ছবিটি ভারতীয় স্পোর্টস জগতের একটি সত্য ঘটনার ওপর নির্মিত হচ্ছে।

আর ছবিতে অদিতি অভিনয় করবেন ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের স্ত্রীর চরিত্রে। শুধু তাই নয়, পুরো ছবিতেই খোলামেলা রূপে অভিনয় করবেন তিনি। প্রথম ছবিতেই তাকে একটি যৌন দৃশ্যেও দেখা যাবে। সম্প্রতি বিষয়টি খোদ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অদিতি। আর বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত এ সুন্দরী। অদিতি বলেন, আমার অভিনীত প্রথম ছবিটিই ভারতের স্পোর্টস ইতিহাসের একটি অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে। এটা আমার জন্য বড় পাওয়া। ছবিতে সুপারহট অদিতিকে আবিস্কার করবেন দর্শক। তাই অপেক্ষায় থাকুন।