Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:২৫ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

এসএসসির 'ভুয়া প্রশ্ন পত্র' বিক্রি

৪৪ নেপালি নাগরিক ঢাকায় আটক

রাজধানীর মিরপুর ঢাকায়এলাকা থেকে অবৈধভাবে বসবাসকারী ৪৪জন নেপালি নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাদের আটক করা হয়েছে। আটক নেপালি নাগরিকদের নাম জানা যায়নি।

পল্লবী থানার ওসি দাদন ফকির গণমাধ্যমকে জানান, মিরপুর ডিওএইচএস-এর এলাকার ৭ নম্বর সড়কের ১০৬০ নম্বর বাড়ির সপ্তম তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটের ৪৪ জন নাগরিক তারা সবাই পুরুষ ছিলেন। তারা গত মে মাসে ১ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে আসে। গত জুন মাসে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আটককৃতদের ভিসার মেয়াদ না থাকার বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে।