Press "Enter" to skip to content

হাঁটতে হাঁটতে মাটির নিচে তলিয়ে গেলেন (ভিডিও)

ফুটপাত দিয়ে গল্প করতে করতে হাঁটছিলেন দুজন নারী। হঠাৎ রাস্তা ধসে গিয়ে মাটির নিচে তলিয়ে গেলেন তারা।

বুধবার এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিক নামক স্থানে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ফুটপাতে হঠাৎ ধস নামায় এ ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

ভূমিধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। ভিডিওটিতে দেখা গেছে, বুধবার ঘড়িতে তখন বিকাল ৪টা। ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন সুজন কুর্দ নামে একজন চিকিৎসক ও জেলম ডুয়েমার্জ নামে একজন নার্স। হঠাৎই ঘটে এমন ঘটনা।

দুর্ঘটনার পরই দ্রুত ওই দুই নারীকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তারা ওই দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় সুস্থ আছেন ওই দুই ভুক্তভোগী।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে পড়ে।

Mission News Theme by Compete Themes.