Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১১:৪২ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

হংকংয়ে গণতন্ত্রপন্থী ১২ বিক্ষোভকারী গ্রেফতার

হংকং পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে তারা ১২ জন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। গত সপ্তাহে সর্বশেষ বিক্ষোভ শিবির তুলে দেয়ার পর এই প্রথম সেখানে বড় ধরনের সমাবেশে রাতভর সংঘর্ষের পর তাদের গ্রেফতার করা হলো।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেখানে পুলিশ মরিচের গুঁড়া ছিটায় এবং লাঠি চার্জ করে। বড়দিন পালন উপলক্ষে তারা সেখানে একত্রিত হয়েছিল।
উল্লেখ্য, এ সময় মংকক এলাকার প্রধান সড়কগুলোতে যানবাহনের অনেক চাপ থাকে।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘তারা সেখানে বিশৃংখলা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দেয়।’
বিবৃতিতে বলা হয়, ‘পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০ জন পুরুষ ও দু’জন নারীকে গ্রেফতার করে। এদের বয়স ১৩ বছর থেকে ৪৩ বছরের মধ্যে।’ পুলিশকে লক্ষ্য করে হামলা চালানোয় তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে পুলিশ সদস্যদেরকে কয়েকজন বিক্ষোভকারীকে মাটিত চেপে ধরে রাখতে দেখা যায়। পুলিশ জানায়, সেখানে অভিযান চলাকালে দুই পুলিশ সদস্য আহত হয়।