Press "Enter" to skip to content

স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বাস উঠায় নিহত ১

স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বাস উঠায় বাসচাপায় ফরহাদ হোসেন নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। নিহত ফরহাদ ঝিকরগাছা উপজেলার ঘোড়দাহ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে বিকাল সাড়ে ৫টার দিকে যশোরের দিক থেকে আসা একটি খালি বাস সমাবেশের মধ্যে উঠে যায়। এ সময় বাসচাপায় স্বেচ্ছাসেবক লীগের ৫-৬ জন কর্মী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত স্বেচ্ছাসেবক লীগের কর্মী ফরহাদকে ঢাকায় আনার পথে রাত ৯টার দিকে ফরহাদ মারা যায়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন।

ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

ঘটনাটি কারো মতে পরিকল্পিত আবার কারো মতে দুর্ঘটনা বলে জানাগেছে।

Mission News Theme by Compete Themes.