Press "Enter" to skip to content

সোহরাওয়ার্দীতে পোপ ফ্রান্সিস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত গণপ্রার্থনা চলছে যেখানে প্রধান যাজকের দায়িত্ব পালন করছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস। প্রায় ৮০ হাজার খ্রিস্টানের অংশগ্রহণে এই প্রার্থনা শুরু হয় সকাল ১০টার সময়।

পোপ ফ্রান্সিস

সেখানে বাংলাদেশসহ সারাবিশ্বে শান্তির জন্য প্রার্থনা করা হবে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই প্রার্থনায় ১৬ জন যাজকের অভিষেকও হবে। দুপুর সাড়ে তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন পোপ। এরপরে রমনা ক্যাথেড্রালে দুটি বৈঠক করবেন। একটিতে দেশের ক্যাথলিক বিশপ ও যাজকদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় বৈঠকে বিভিন্ন ধর্মের প্রায় সাড়ে ৫ হাজার ধর্মীয় নেতা ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

পোপকে এক নজর দেখতে হাজারো ক্যাথলিক খ্রিস্টান দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসেছেন। মিয়ানমার সফর শেষে বৃহস্পতিবার বাংলাদেশে আসেন পোপ। বঙ্গভবনে দেয়া এক ভাষণে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বসম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Mission News Theme by Compete Themes.