Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১০:৩৩ ঢাকা, বুধবার  ১৪ই নভেম্বর ২০১৮ ইং

পুঁজিবাজার

সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিন্মমূখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একইসাথে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

ডিএসইতে আজ ৩১৫ টি কোম্পানির ৯ কোটি ৮৭ লাখ ৩ হাজার ৫১৪ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৮৮ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৯৫৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ কোটি ৬৩ লাখ টাকা বেশি।

ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩.১৭ পয়েন্ট বেড়ে ৪২৮৮.৬৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৬.৪৩ পয়েন্ট বেড়ে ১৬৬৬.৪৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.৬০ বেড়ে ১০৫৩.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৬৭ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো:বিবিএস, ইউনাইটেড পাওয়ার, ডরিন পাওয়ার, লিন্ডে বিডি, বিএসআরএম লিঃ, স্কয়ার ফার্মা, আইটিসি, ব্র্যাক ব্যাংক, সামিট এলায়েন্স পোর্ট ও অলিম্পিক ইন্ডাঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:ড্রাগন সোয়েটার, ইউনাইটেড পাওয়ার, প্রাইম টেক্স, আইটিসি, ইসলামি ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল পলিমার, ফু-ওয়াং সিরামিকস, ইস্টার্ন ইন্সুঃ ও জেমীনি সী ফুড।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিডি ফাইন্যান্স, এক্সিম ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স, সিটি জেনারেল ইন্সুঃ, তসরীফা ইন্ডাঃ, তাল্লু স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্সুঃ, পিপলস ইন্সুঃ, মেঘনা পিইটি ও কে অ্যান্ড কিউ।