Press "Enter" to skip to content

সূচকের সঙ্গে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের ন্যায় আজও সূচকের নিম্নমুখী প্রবনতা এবং লেনদেন হ্রাস পেয়েছে। লেনদেনের পাশাপাশি সব ধরনের সূচক কমেছে ।
ডিএসইতে আজ মোট ৩২১ টি কো¤পানির ১২ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৬ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪২৪ কোটি ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৫ কোটি ৪৭ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০.৭২ পয়েন্ট কমে ৪৫৩৬.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৬.২৭ পয়েন্ট কমে ১৭৩৬.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (উঝঊঝ) পয়েন্ট ৬.৯৭ কমে ১১০৮.২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২১ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮০ টির, কমেছে ২০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো: বিএসআরএম লিঃ, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সিঙ্গার বিডি, ওয়ান ব্যাংক লিঃ, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, সিএমসি কামাল, সিনোবাংলা ইন্ডাঃ, লাফার্জ সুরমা সিমেন্ট ও তাল্লু স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো: বিএসআরএম লিঃ, জেমীনি সী ফুড, সিএমসি কামাল, মোজাফ্ফর হোসেন স্পিনিং, লিব্রা ইনফিউশন, ইস্টার্ন লুব্রিকেন্টস, ডেফোডিল কম্পিউটার, প্রিমিয়ার সিমেন্ট, ফু-ওয়াং সিরামিকস ও গোল্ডেন সন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:নিটল ইন্সুঃ, হাইডেল বার্গ সিমেন্ট, ইউনাইটেড ইন্সুঃ, ডাচ্ বাংলা ব্যাংক, প্রগতি ইন্সুঃ, জিলবাংলা সুগার, সুহৃদ ইন্ডাঃ, বিআইএফসি, তাল্লু স্পিনিং ও বিডি থাই।

শেয়ার অপশন: