Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৪:০৭ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (বায়ে) এবং প্রবীণ রাজনীতিবিদ ও প্রয়াত সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত (ডানে)

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। তিনি দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

তিনি বলেন, দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের বিশাল অবদান জনগণ তাদের স্মরণে রাখবে।

রাষ্ট্রপতি বলেন, ‘প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।’

তিনি সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

উল্লেখ্য, সুরঞ্জিত সেনগুপ্ত আজ ভোরে ৪টা ২৯ মিনিটে তিনি ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বিকল হয়ে যাওয়ার ফলে ফুসফুস অকার্যকর হয়ে যায়।

 

সম্পর্কিত সংবাদ

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউ-তে সুরঞ্জিত সেন