Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১০:১৫ ঢাকা, রবিবার  ১৮ই নভেম্বর ২০১৮ ইং

নমুনা ফটো

‘সিরিয়াল দেখতে বারণ করায় শিশুর আত্মহত্যা’

ভারতীয় সিরিয়াল দেখতে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক শিশু স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
 
নিহত স্কুলছাত্রীর নাম সোমা খাতুন (৮)। সে দেয়াড়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
 
সোমার বাবা শহিদুল ইসলাম জানান, সারাদিন সোমা ভারতীয় সিরিয়াল দেখছিল। পরে তাকে সিরিয়াল দেখতে বারণ করা হয়। কিন্তু এ নিয়ে কোন তর্কবিতর্কও ঘটেনি। পরে সে সন্ধ্যা ৭টার দিকে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
 
দেয়াড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফর রহমান গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।