Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৭:৪৭ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

‘সাম্প্রদায়িক দাঙ্গা চাচ্ছে খালেদা’

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, দেশে গুপ্তহত্যা চালিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রমাণ করতে চায় সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদে নেই। সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে চাচ্ছে খালেদা জিয়া।

আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চে যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত জোটের গুপ্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানববন্ধন কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৯ জুন রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিকেল ৩ টা থেকে ৪টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিলের সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ডঃ আহম্মেদ আল কবির, শহীদ সেরনিয়াবাত ও ফারুক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, যুবলীগের কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটাতে চাচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম জিয়া প্রমাণ করতে চায় সংখ্যালঘুরা বাংলাদেশে নিরাপদে নেই। মানুষের উপর মানুষের বিশ্বাস হারানোর কাজে হাত দিয়েছে বেগম খালেদা জিয়া। জঙ্গি বা আইএস -এর উপর দোষ চাপিয়ে বিবৃতি দিলে হবে না। নিজের অবস্থান স্পষ্ট করতে হবে, সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি এ-জাতির মূল্যবান উপাদান। সেই ভাবমূর্তিকে ধ্বংস করতে চায় বেগম জিয়া। তাদের বিরুদ্ধে নমনীয় হওয়ার কোন সুযোগ নাই।

বর্ধিত সভার আগে ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে যুবলীগ কর্মীদের মাঝে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।