Press "Enter" to skip to content

সামিট গ্রুপ ও জেইআরএ’র মধ্যে চুক্তি

বাংলাদেশের সামিট গ্রুপ এবং জাপানের এনার্জি ফর নিউ এরা (জেইআরএ)-র মধ্যে এখানে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সামিট গ্রুপের ফয়সাল করিম খান এবং জেইআরএ’র তোশিরো কোদোমা নগরীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়া জাপান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (জেবিএমএ)-র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট সাকুরাই হিরুইকি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-র সঙ্গে পূর্বে স্বাক্ষরিত চুক্তির ডকুমেন্ট হস্তান্তর করেন।

ঢাকায় শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারির জন্য মেডিকেল সরঞ্জাম এবং প্রয়োজনীয় সহযোগিতা ও জন্য এই চুক্তি স্বাক্ষর হয়।

শেয়ার অপশন: