Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ৮:৪২ ঢাকা, বুধবার  ২১শে নভেম্বর ২০১৮ ইং

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭
নমুনা ফটো

সাতক্ষীরার তালায় ট্রাক পুকুরে, নিহত ২

সাতক্ষীরার তালায় একটি ট্রাক উল্টে  পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে সাতক্ষীরা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে জেঠুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি নদী কাটা মেশিনবহন করছিল বলে জানাগেছে।

নিহতরা  হলেন- ট্রাকচালক রওশন আলি (৩৫) ও শ্রমিক আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।

তালা থানা জানায়, ট্রাকটি নদী  খননের মেশিন নিয়ে তালা থেকে জেঠুয়া অভিমুখে কপোতাক্ষ তীরে যাচ্ছিল। এসময় ট্রাকটি ( ঝালকাঠি স ১১-০০৪৩) উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

ট্রাকে থাকা অপর তিন শ্রমিক শাহীন, ফাহাদ ও জসিম অক্ষত রয়েছেন।