Press "Enter" to skip to content

সমবেদনা জানাতে আইনমন্ত্রীর বাসায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী আনিসুল হকের বড় বোন সায়মা ইসলামের মৃত্যুতে তাকে সমবেদনা জানাতে আজ সন্ধ্যায় রাজধানীর বনানীতে তার বাসভবনে যান। প্রধানমন্ত্রী আনিসুল হকের বাসভবনে এক ঘন্টার অধিক সময় অবস্থান করেন।

প্রধানমন্ত্রী সায়মা ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে আইনমন্ত্রী এবং তাঁর মা ও সায়মা ইসলামের স্বামী উপস্থিত ছিলেন।

সায়মা ইসলাম রোববার নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন।

Mission News Theme by Compete Themes.