Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:৫৮ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

‘সকালের ঝড়ে গাছ চাপায় দুই নারীর মৃত্যু’

পটুয়াখালী সদর ও গলাচিপায় ঝড়ে গাছ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার ছোট‌বিঘাই ইউনিয়নের  অফিসের হাট এলাকায় কুদ্দুস হাওলাদারের মেয়ে তান‌জিলা ও গলা‌চিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা সে‌লিমা বেগম।

স্থানীয়রা জানায়, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়।

এদিকে, সদর উপ‌জেলার শা‌রিকখালী গ্রাসে বজ্রপাতে সালমা বেগম নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।

FOLLOW US: