Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৬:০৭ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ফাইল ফটো

সংলাপের প্রথমদিনের আলোচনা ব্যর্থ হয়নি : নৌ-মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সংলাপের প্রথমদিনের আলোচনা ব্যর্থ হয়নি। সংলাপের পর থেকে বিএনপির সভা সমাবেশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, তাদের কার্যক্রমের উপর কোন বিধি নিষেধ থাকছে না। এটাও তো আলোচনার সফলতা। এতে পরিষ্কার হয়, সংবিধান ঠিক রেখে আলোচনা কিংবা সংলাপে যেটা করা সম্ভব সরকার আন্তরিকতার সঙ্গে সেটা করবে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ঐক্যফন্টের নেতা ড. কামাল হোসেন সংলাপে সন্তুষ্টি হয়েছেন বলে মন্তব্য করেছেন। এই ধরনের আলোচনা একদিনে শেষ হবার নয়। তাদের প্রথমদিনের আলোচনা ব্যর্থ হয়নি বলেও এসময় জানান তিনি।

মন্ত্রী আজ সকালে মাদারীপুর জেলার আচমত আলী খান স্টেডিয়ামে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সমাবেশে এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, সংলাপে অংশ নেয়া বিএনপির মূল উদ্দেশ্য ছিল খালেদা-তারেকের মুক্তির দাবী। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি বিষয় একমাত্র এখতিয়ার আদালতের। বিএনপি শুধু মিথ্যেই বলে বেড়ায়। তারা বুঝে না, সাজাপ্রাপ্ত আসামীকে আইনীভাবে মোকাবেলা করে আদালত থেকে বের করা যায়।

নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে এবং সবাইকে নিয়ে এই নির্বাচনে অংশ নিতে চায় আওয়ামী লীগ বলেও জানান তিনি।