Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৬:৪৯ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

‘শোলাকিয়ায় বোমা হামলায় ২ পুলিশসহ নিহত ৪’

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের ৩০০ গজ দূরে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ নিহত হয়েছেন। পুলিশের অভিযানে হামলাকারীদেরও একজন নিহত হয়। বিস্ফোরণে আরো অন্তত ১১ জন আহত হয়েছেন।

সকাল পৌনে ৯টার দিকে মুসল্লিদের একটি তল্লাশি চৌকিতে অতর্কিতভাবে পুলিশের ওপর বোমা হামলা করা হয়। এতে ঘটনাস্থলে পুলিশ কন্সটেবল জহিরুল নিহত হন। পুলিশ পাল্টা গুলি চালালে এক সন্ত্রাসী মারা পড়ে। অপর পুলিশ সদস্য আনসারুল হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এছাড়া গোলাগুলির মাঝে পড়ে স্থানীয় চর শোলাকিয়া গ্রামের ঝর্না রানী ভৌমিক নামে এক নারী নিহত হন। নিহত ঝর্নার স্বামী গৌরাঙ্গ ভৌমিক।

আহতদের ময়মনসিংহ সিএমএইচ থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

এতে করে অংশ নেয় লাখো মুসল্লিদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।