শেয়ার বাজারে লেনদেন কমেছে অর্ধেকেরও বেশী, পতন অব্যাহত, সঙ্কিত বিনিয়োগকারীরা
শীর্ষ মিডিয়া অক্টোবর ২০, ২০১৪
শীর্ষ মিডিয়া ২০ অক্টোবর ঃ দেশের শেয়ার বাজারে সূচকের পতন অব্যাহত আছে বিগত ৭ কর্ম দিবসের ৬ দিন সূচকের পতন ঘটেছে , শুধু তাই নয় টাকার হিসেবে লেনদেন কমেছে অনেক, মাত্র ১৮কর্ম দিবসে লেনদেন কমেছে ৬৯২ কোটি টাকা , গত ১৮ সেপ্টেম্বর লেনদেন হয় ১২৮৮ কোটি টাকার কিছু বেশী কিন্তু মাত্র ১৮ কর্ম দিবসে সেই লেনলেন অর্ধেকেরও বেশী কমে আজ লেনদেন হয়েছে মাত্র ৫৯৬ কোটি টাকার কিছু বেশী , যা হতাশাজনক ও ব্যাপক ভাবে সঙ্কিত করে তুলতে পারে আবারো বিনিয়োগকারীদের , লেনদেন কমে যাওয়ার মানে বড় বড় বিনিয়োগকারী ক্রয় থেকে বিরত থাকার ইঙ্গিত বহন করে বটে। বিগত ৪ কর্ম দিবসে লেনদেন কমেছে ৪৯৬ কোটি টাকার কিছু বেশী পাশাপাশি সহনীয় ভাবে সূচকও কমছে যা নিয়ে আবারো চিন্তিত ও সঙ্কিত বিনিয়োগকারীরা।
১৮ কর্ম দিবসের লেনদেন চিত্র নিম্নে তুলে ধরা হল ঃ
Date |
Total
Value
in Taka
(mn) |
DSEX
Index |
DSES
Index |
DS30
Index |
20-10-2014 |
5969.565 |
5144.50436 |
1207.32801 |
1933.2696 |
19-10-2014 |
6872.565 |
5176.75111 |
1217.51928 |
1954.14936 |
16-10-2014 |
8144.111 |
5285.83938 |
1242.46091 |
1997.79434 |
15-10-2014 |
9752.529 |
5315.11726 |
1248.77631 |
2002.08524 |
14-10-2014 |
10975.227 |
5292.60746 |
1240.10759 |
1993.27708 |
13-10-2014 |
10077.426 |
5309.24034 |
1237.74722 |
1994.12443 |
12-10-2014 |
9153.561 |
5334.03742 |
1234.32446 |
1998.69785 |
02-10-2014 |
9370.213 |
5237.72024 |
1219.24715 |
1993.16924 |
01-10-2014 |
9771.199 |
5153.26797 |
1214.12971 |
1985.57023 |
30-09-2014 |
8797.676 |
5074.3072 |
1195.52694 |
1960.8716 |
29-09-2014 |
9026.255 |
5050.34675 |
1197.43777 |
1958.09607 |
28-09-2014 |
11012.978 |
5072.2003 |
1199.12229 |
1966.44726 |
25-09-2014 |
11036.412 |
5026.92534 |
1181.67616 |
1949.6362 |
24-09-2014 |
9328.862 |
4979.72066 |
1162.5846 |
1924.2293 |
23-09-2014 |
10159.386 |
4967.11317 |
1147.7635 |
1891.71335 |
22-09-2014 |
9923.049 |
4924.52817 |
1149.5937 |
1889.25614 |
21-09-2014 |
9813.591 |
4913.24431 |
1154.0212 |
1900.69478 |
18-09-2014 |
12885.538 |
4866.19103 |
1147.31702 |
1899.31499 |
আজ সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হলেও পতনের মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন লক্ষ করা গেছে। সেই সঙ্গে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের চেয়ে লেনদেন কমেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,১৪৪ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বগতির মধ্যে ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টা শেষে সূচক বাড়ে ৪৮ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইতে সূচক কমেছিল ১০৯ পয়েন্ট।আজ ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০০টির দাম বেড়েছে। কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৫৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৯০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯০৫ পয়েন্টে।সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৫টির দাম বেড়েছে, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৪৫ কোটি টাকার লেনদেন হয়।
প্রতিবেদনটি শেয়ার করতে পারেন
২০১৪-১০-২০