Press "Enter" to skip to content

শেখ রাসেলের মিলাদে প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

অনুষ্ঠানে শেখ রাসেলের এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদৎ বরনকারি বঙ্গবন্ধু ও অন্যান্য শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে শেখ হেলাল উদ্দিন এমপি, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, এএফএম বাহাউদ্দিন নাসিম এমপি, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেখ কবির হোসেন এবং বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের কিউরেটর এন আই খানসহ বাংলাদেশ আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন যোগ দেন।

শেখ রাসেল ১৯৬৪ সালের এ দিনে ঢাকায় ধানমন্ডি ৩২ নং সড়কে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

শেখ রাসেল ১৯৭৫ সালের ১৫ আগস্টে কালো রাতে বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শাহাদৎবরন করেন। কতিপয় উচ্চাভিলাষি সেনা কর্মকর্তা তাদেরকে নিমর্মভাবে খুন করে।

শেয়ার অপশন:
Don`t copy text!