শীর্ষ মিডিয়া ১১ অক্টোবর ঃ হজ নিয়ে মন্তব্যের জন্য মন্ত্রীর শাস্তির দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন
শুধু দল ও মন্ত্রিসভা থেকে বাদ দেওয়াই নয়, আব্দুল লতিফ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে । তিনি বলেন, লতিফ সিদ্দিকী কে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনের কাছে সোপর্দ করা হবে কি না, এ ব্যাপারে সরকারের বক্তব্য আমরা জানতে চাই?
সম্প্রতি নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে মন্তব্যের পর থেকে তুমুল সমালোচনায় রয়েছেন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লতিফ সিদ্দিকী। যুক্তরাষ্ট্রে অবস্থানরত লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল থেকেও তাকে বাদ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।লতিফ সিদ্দিকীর বক্তব্যের দায় একমাত্র তারই বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও বিএনপি নেতা রফিক মনে করেন, এক্ষেত্রে দায় এড়াতে পারে না সরকারও।আইনের দৃষ্টিতে সরকারের কালেক্টিভ রেসপনসিবিলিটি অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের যে কোনও বক্তব্যের দায় মন্ত্রিসভাকে বহন করতে হবে। একে কোনওভাবে পাশ কাটানো যাবে না। এই বিষয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপে হতাশা প্রকাশ করে রফিকুল বলেন, আমরা আশা করেছিলাম, প্রধানমন্ত্রী দেশে ফিরে জনগণের অনুভূতির পক্ষে কথা বলেবেন। কিন্তু তিনি জনগণকে আশাহত করেছেন। কারণ সরকারই এর বিচার চায় না।লতিফ সিদ্দিকীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, মন্ত্রীরা জনগণের ট্যাক্সের টাকায় বিদেশে যান। আর হজে যারা যান, তারা নিজের উপার্জিত অর্থে যান। তাই হজ নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকীর বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই। লতিফ সিদ্দিকীর এই বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে বলে মিঃ রফিকুল সন্দেহ করেন।
প্রতিবেদনটি শেয়ার করতে পারেন
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- More
- Click to print (Opens in new window)
- Click to share on Gmail (Opens in new window)
- Click to share on Skype (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Gmail (Opens in new window)