Sheersha Media

ব্রেকিং নিউজ

সন্ধ্যা ৬:৩১ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

শিক্ষকদের সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন দাবি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতের লক্ষে প্রণিতব্য অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন-২০১৫ এর ওপর মতামত নেয়ার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যায়ের ভিসি ও ট্রাস্টি বোর্ডের সভাপতি-সদস্যরা যোগ দেন।

অধ্যাপকদের একটি অংশকে সিনিয়র সচিবের সমান মর্যাদা প্রদানসহ ৫ দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছেন। রোববার কালো ব্যাজ ধারণ করে তারা ক্লাস-পরীক্ষা নিয়েছেন। এ কর্মসূচি ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। দাবি আদায়ের ১১ জানুয়ারি থেকে তারা লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।