Press "Enter" to skip to content

লেখক শামসুল হকের জন্মদিনে শেখ হাসিনা-শেখ রেহানার শুভেচ্ছা

Last updated on Tuesday, "December 29th, 2015"

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ফুলেল শুভেচ্ছা জানান।  আজ দুপুরে লেখকের গুলশানের বাসভবনে তিনি এ শুভেচ্ছা পৌঁছে দেন।
এসময় সৈয়দ শামসুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাঙালির বাতিঘর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যাদের পক্ষ থেকে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যারা চান আপনি এবং আপনার কলম শতায়ু হোক’।
লেখকের সহধর্মিনী আনোয়ারা সৈয়দ হক, পুত্র দ্বিতীয় হক, পুত্রবধূ, নাতী-নাতনীসহ পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার অপশন:
Don`t copy text!