Press "Enter" to skip to content

লিফটে ২৫ মিনিট আটকা পড়েছিলেন পোপ ফ্রান্সিস

প্রায় ২৫ মিনিট ধরে লিফটে আটকে ছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রোববার ভ্যাটিকান সিটিতে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যায় পড়েন তিনি।

বিবিসির খবরে বলা হয়, রোববার ভ্যাটিকান সিটিতে পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যাচ্ছিলেন পোপ ফ্রান্সিস। কিন্তু যান্ত্রিক সমস্যার কারণে এ সময় তিনি লিফটে ২৫ মিনিট আটকা পড়েন। পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

লিফটে আটকে পড়ার কারণে সেন্ট পিটার্স স্কয়ারে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে নির্ধারিত সময়ের ১০ মিনিট দেরিতে পৌঁছান পোপ ফ্রান্সিস। এ সময় তিনি দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চান।

ভাষণের শুরুতে হাসিমুখে পোপ বলেন, দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এরপর তিনি দমকলকর্মীদের জন্য হাততালি দেয়ার আহ্বান জানান।

পোপ আরও জানান, ভোল্টেজ কম থাকার কারণে লিফট আটকে গিয়েছিল। সৌভাগ্য যে দমকলকর্মীরা হাজির হয়। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। ২৫ মিনিট ধরে তাদের চেষ্টার পর লিফট পুনরায় চালু হয়।