Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:০৫ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

হোসনি দালানের গেট
হোসনি দালানের গেট, ফাইল ফটো

লালবাগের হোসনি দালানের গেটে আটক ১৫

ঢাকার লালবাগে হোসনি দালানের গেটে ১০/১৫ জনের একটি দল উদ্ভট পোশাক পরে ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করার কারণে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেছে।

মঙ্গলবার বিকালে এ ঘটনার পর পুলিশ তাদের নিয়ে যায়।

লালবাগ বিভাগের উপ কমিশনার ইব্রাহিম খান গণমাধ্যমকে জানান, তাজিয়া মিছিলের আগে ১০/১৫ জন লোক হোসনি দালানের গেটে দৌড়াদৌড়ি করছিলেন। এ সময় চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। তারা অদ্ভুত ধরনের পোশাক পরে দৌড়াচ্ছিলেন।

তিনি বলেন, তাই তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের কাছে তেমন কিছু পাওয়া যায় নি। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হবে তাদের।