Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১০:২০ ঢাকা, শনিবার  ১৭ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

লতিফ সিদ্দিকীর আপিল শুনানি রোববার

আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি হবে আগামীকাল রোববার।  বিষয়টি আগামীকাল সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় শুনানির জন্য ৫ নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।সুপ্রিমকোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ বিষয়টির ওপর শুনানি করবেন।গত ২০ আগস্ট লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বিষয়ে ইসি’র শুনানির এখতিয়ার চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। আদেশের পরপরই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন লতিফ সিদ্দিকী।