Sheersha Media

ব্রেকিং নিউজ

দুপুর ১:১৯ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

লতিফকে গ্রেফতার না করলে বৃহস্পতিবার হরতাল

আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করা হলে আগামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। এ ছাড়া একই দাবিতে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার দুপুরে হেফাজত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে তিনি গ্রেফতার না হলে বুধবার থেকে সারা দেশে লাগাতার হরতাল, অবরোধ কর্মসূচি ঘোষণা করতে পারে হেফাজতে ইসলাম। সোমবার বায়তুল মোকাররমের সামনে এক বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার হরতালের ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের নেতারা।এদিকে, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শাখার আহ্বায়ক আল্লামা নূর হোসেন কাসেমি সোমবার দুপুর ২টায় দলটির বিক্ষোভ চলাকালে ঘোষণা দেন, ‘আজকের মধ্যে লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বুধবার থেকে হরতাল, অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’এর আগে দুপুর দেড়টার দিকে তারা দৈনিক বাংলার মোড় এলাকায় হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের কারণে দৈনিক বাংলার মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।

 Like & share করে অন্যকে দেখার সুযোগ দিন