Press "Enter" to skip to content

রিকশাচালক-মালিকদের দখলে সড়ক

রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডাসহ বেশ কয়েকটি স্থানে সড়ক দখলে নিয়ে বিক্ষোভ করছেন রিকশাচালক-মালিকরা। গুরুত্বপূর্ণ তিনটি সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। সড়কে রিকশা চলাচলের অনুমতি দেয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকেই তারা সড়কে অবস্থান নিতে শুরু করেন। এতে খিলগাঁও, মালিবাগ, রামপুরা, বাড্ডা ও কুড়িল বিশ্বরোড এলাকায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

সকাল ৮টা থেকে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে চালকরা অবস্থান নেন। সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাসহ বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। বিক্ষোভরতদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, সোমবার সকালে সড়ক অবরোধ করে আন্দোলনে নামে রিকশাচালক-মালিকরা। রাজধানীর মুগদা, মানিকনগর, মান্ডাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ।

শেয়ার অপশন: