Press "Enter" to skip to content

রানা প্লাজার ফাটলের ছবি তুলে ধরা সেই সাংবাদিক কেন গ্রেফতার

২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়বার আগের দিনই ভবনটির ফাটলের ছবি তুলে এবং মালিক সোহেল রানার বক্তব্য নিয়ে একুশে টেলিভিশনে একটি টেলিভিশন প্রতিবেদন করেছিলেন নাজমুল হুদা, যেটি রানা প্লাজা ধসের পর দেশে ও বিদেশে সোরগোল ফেলে দেয় এবং হুদার ব্যাপক পরিচিতি এনে দেয়। সেই সাংবাদিক মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ পরিবেশনের অভিযোগে ঢাকার কাছে সাভার থেকে শুক্রবার গ্রেফতার হয়েছেন।

ওই সাংবাদিককে গ্রেফতারের পর পুলিশ বলছে, তার বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রে লিপ্ত থাকার এবং এর অংশ হিসেবে মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করার অভিযোগ আছে।

উল্লেখ্য, একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন নামে একটি সংবাদপত্রের সাভার প্রতিনিধি নাজমুল হুদাকে শুক্রবার সন্ধেবেলায় আশুলিয়ার কাছে বাইপাইল থেকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানা যায় ।

আটকের পর রাতেই তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে, “প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে মি. হুদা আশুলিয়ার পোশাক শ্রমিকদের আন্দোলন বেগবান করার চেষ্টা করেছেন এবং সরাসরি চক্রান্তে লিপ্ত হয়েছেন”।

পুলিশ বলছে,  হুদার বিরুদ্ধে বিএনপির এক নেতার সঙ্গে মালয়েশিয়া গিয়ে ষড়যন্ত্র করবার এবং টেলিভিশন ও পত্রিকায় বেশ কিছু মিথ্যে সংবাদ প্রকাশের মাধ্যমে আশুলিয়া এলাকায় শ্রম অসন্তোষ ছড়ানোর চেষ্টা করবার প্রমাণ গোয়েন্দাদের হাতে আছে।

মিথ্যে সংবাদ প্রকাশের উদাহরণ হিসেবে পুলিশ বাংলাদেশ প্রতিদিনে ২২শে ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেরও বরাত দেয়, যেটির শিরোনাম ছিল ‘থমথমে আশুলিয়া’।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামকে এ বিষয়ে জানতে চাইলে একটি বিদেশী গণমাধ্যমকে তিনি বলেন, “সেখানে এখন অনেকগুলো গার্মেন্টস বন্ধ, এটাইত সত্যি ঘটনা? সেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, এটাইতো সত্যি ঘটনা? ঘটনা তুলে ধরাই একটি সংবাদপত্রের কাজ। আমরা সেই ঘটনাবলীই তুলে ধরেছি। এখানে একটি বাড়তি ইনফরমেশনও (তথ্য) ছিল না, যেটার মধ্যে থেকে ঘটনা বহির্ভূত উস্কানি আসতে পারে”।

নাজমুল হুদাকে গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের সংবাদপত্র ও স্বাধীন মতামতের প্রতি হামলা বলে উল্লেখ করেন মি. নিজাম।

তিনি অনতিবিলম্বে নাজমুল হুদার মুক্তি দাবি করেন।

 

বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের শিরোনাম ও সংবাদটির লিঙ্ক নিম্নে দেয়া হল:

থমথমে আশুলিয়া

কারখানা খোলেনি, বিজিবি মোতায়েন ১২০ শ্রমিক বরখাস্ত

নাজমুল হুদা, সাভার

http://www.bd-pratidin.com/first-page/2016/12/22/194012

শেয়ার অপশন:
Don`t copy text!