Press "Enter" to skip to content

রাজধানীতে বাস-চাপায় নিহত, বিক্ষোভ-ভাঙচুর-আগুন

রাজধানীর মালিবাগে​ বাস চাপায় দুই নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এর প্রতিবাদে সড়কে নেমে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন সহকর্মীরা।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

রামপুরা থানার ওসি এনামুল হক গণমাধ্যমকে জানান, বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’ পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন। দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্ঘটনায় তাদের মৃত্যুর খবর শুনে তাদের এবং আশপাশের কয়েকটি গার্মেন্টের কয়েকশ কর্মী রাস্তায় নেমে মালিবাগ থেকে রামপুরা অভিমুখী সড়কে অনেকগুলো গাড়ি ভাংচুর করে। আরও কয়েক কিলোমিটার জুড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

এ ঘটনায় সন্ধ্যার পর বাসে আগুন দেয় বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা।

ভিডিও: রাজধানীর মালিবাগে রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করছে গার্মেন্টস শ্রমিকরা

Mission News Theme by Compete Themes.