Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:৫৩ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

‘যুক্তরাষ্ট্রে ৫ পুলিশকে গুলি করে হত্যা’

যুক্তরাষ্ট্রের ডালাসে স্নাইপারদের গুলিতে পাঁচ পুলিশ নিহত হয়েছেন। পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলছিল সেখানে। খবর- বিবিসির।

টুইট বার্তায় ডালাস পুলিশ জানিয়েছে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর একজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর একজন হামলাকারী আত্মসমর্পণ করেছেন।

পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে বহু মানুষ সমবেত হয়েছিল সেখানে। শহর প্রদক্ষিণ করতে মিছিল শুরু হলে পুলিশের সঙ্গে স্নাইপারদের গুলির লড়াই শুরু হয়।

মিনেসোটায় ফিলানডো ক্যাস্টাইল ও লুইজিয়ানায় অ্যালটন স্টারলিং এর হত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছিল টেক্সাসের ডালাসে।

ডালাস পুলিশ প্রধান জানিয়েছেন, লুকিয়ে থাকা স্নাইপারদের গুলিতে ১১ পুলিশ বিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে পাঁচ জন মারা যান।