Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১০:২০ ঢাকা, মঙ্গলবার  ২০শে নভেম্বর ২০১৮ ইং

যুক্তরাষ্ট্রে বাড়ি-মন্দির বানাচ্ছেন প্রিয়াঙ্কা

Like & Share করে অন্যকে জানার সুযোগ দিতে পারেন। দ্রুত সংবাদ পেতে sheershamedia.com এর Page এ Like দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন।

 

যুক্তরাষ্ট্রে একটি শোতে অভিনয়ের জন্য বড় ধরনের একটি চুক্তি করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। অনুষ্ঠানের আয়োজক ‘এবিসি স্টুডিও’ বলে জানা গেছে। আর তাই এই তারকা সেখানে একটি বাসস্থান বানাতে চাচ্ছেন। কারণ সেখানে তাকে দীর্ঘসময় থাকতে হবে। এটি হবে প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিতীয় ঘর। শো- এর নাম এখনো প্রকাশ করা হয়নি।
তথ্যে জানা গেছে, ৩২ বছর বয়সী এই তারকার সেখানে থাকার জন্য একটি বিলাসবহুল বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। সে বাসার একাংশে থাকবে মন্দির। যেখানে তিনি নিয়মিত প্রার্থনা করবেন। ঘরের অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়ানোর জন্য একজন ডিজাইনার নিয়োগ করা হয়েছে।
এবিসি স্টুডিওর এ অনুষ্ঠানের জন্য প্রিয়াঙ্কা ২৫ কোটি রুপি পাচ্ছেন।