Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ১১:৫৫ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

এই তুষার ঝড়ের সময় রেকর্ড তুষারপাত হতে পারে

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে ভয়ংকর তুষার ঝড়

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বেশ কয়েকটি রাজ্যের দিকে এক ভয়ংকর তুষার ঝড় ধেয়ে আসছে। ওয়াশিংটন ডিসি এবং অন্তত পাঁচটি রাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর বলছে, এই ঝড়ের সময় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দুই ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক লুইস উসেলিনি এই ঝড়কে খুবই বিপদজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অন্তত পাঁচ কোটি লোক এই ঝড়ের আওতায় পড়বে। ইতোমধ্যে এই ঝড়ের আশংকায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে বলে আশংকা করা হচ্ছে। নগরীর পুরো সাবওয়ে সিস্টেম এ সপ্তাহান্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ের আওতার মধ্যে সব রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। বিবিসি