Press "Enter" to skip to content

যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ১বছর সময় দিলেন কিম

মার্কিন সরকার আচরণ পরিবর্তন করলেই দু’দেশের মধ্যে আরেক দফা শীর্ষ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

পাশাপাশি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সঠিক অবস্থানে ফিরে আসতে ওয়াশিংটনকে এক বছর সময় বেঁধে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে তৃতীয় বৈঠকে মিলিত হওয়ার আগ্রহ প্রকাশ করায় শনিবার উত্তর কোরিয়ার নেতা এ কথা জানান।

কিম জং উন বলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দ্বিতীয় শীর্ষ বৈঠকের পর দুদেশের মধ্যে পূর্বের উত্তেজনা ফেরানোর অবস্থা সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রকে তার বর্তমান মনোভাব থেকে অবশ্যই সরে আসতে হবে মন্তব্য করে কিম বলেন, আমাদের সঙ্গে আবার বসতে হলে তাদের নতুন করে ভাবতে হবে।