Press "Enter" to skip to content

যাত্রীসেবা নিশ্চিতে ‘সদরঘাটেও’ দুদকের অভিযান

নৌপথে নিরাপদ নৌ চলাচল এবং হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করতে রেলস্টেশনের পরে রাজধানীর সদরঘাটেও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। সোমবার দুদকের উপপরিচালক হেলাল উদ্দিন শরীফ-এর নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই অভিযানে অংশগ্রহণ করে।

এসময় দুদক কর্মকর্তারা যাত্রীবাহী নৌযান চলাচলে আইন লঙ্ঘন হচ্ছে কি না তা প্রত্যক্ষ করেন। পরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে সার্ভেবিহীন ও ঝুঁকিপূর্ণ নৌযানসহ অবৈধ নৌযান যেন কোনোভাবেই যাত্রা না করে তা নিশ্চিত করতে পরামর্শ দেন। এর আগে গত রোববার দুদকের অপর একটি এনফোর্সমেন্ট টিম রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছিল।

দুদক সূত্র জানায়, দুদকের উপ-পরিচালক হেলাল উদ্দিন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের পুলিশ ফোর্স নিয়ে ১০ সদস্যের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় এবং নৌ সেক্টরে আদায়কৃত রাজস্ব নিয়ে যেন কোনো দুর্নীতি না ঘটে, তা নিশ্চিত করতে সদরঘাট পোর্ট অফিসারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী গণমাধ্যমকে জানান, নৌ সেক্টরে সুশাসন এবং যাত্রীদের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে দুদক টিম সার্বক্ষণিক নজরদারি করছে। যাত্রীদের অভিযোগ গ্রহণের জন্য দুদক কল সেন্টার ১০৬ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

Mission News Theme by Compete Themes.