Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:০০ ঢাকা, বৃহস্পতিবার  ১৫ই নভেম্বর ২০১৮ ইং

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী, ফাইল ফটো

‘মোবাইল নং ০১৭১১১৯০০০৪, ০১৭৬৪৭৪৬৬৬১ দিয়ে আমার নামে চাঁদাবাজি’

বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘দেশ-বিদেশে আমার নাম দিয়ে কাউন্সিলের কথা বলে ০১৭১১১৯০০০৪, ০১৭৬৪৭৪৬৬৬১ মোবাইল নাম্বারসহ কয়েকটি নাম্বার থেকে ফোন করে চাঁদা তোলা হচ্ছে। এর আগে আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের নাম ব্যবহার করেও চাঁদা চাওয়া হয়েছে।’

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো কাছে যদি ওই নাম্বারগুলো থেকে ফোন আসে তাহলে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিন। ইউপি নির্বাচনে অংশ নেয়া দেশের বিভিন্নস্থানে বিএনপির মনোনীত প্রার্থীদের বাড়ি-ঘরে ক্ষমতাসীনরা হামলা চালাচ্ছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী আহমেদ।

দুর্নীতির কারণে দেশ ধ্বংসের পথে অভিযোগ করে তিনি প্রশ্ন রেখে বলেন, জাতি জানতে চায় এ দুর্নীতির শেষ কোথায়? বর্তমান সরকারের শাসনামল মানেই সাধারণ মানুষ না খেয়ে থাকাও বলে মন্তব্য করেন তিনি।