Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৩:১২ ঢাকা, শুক্রবার  ১৬ই নভেম্বর ২০১৮ ইং

মেঘনায় লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

চাঁদপুরের মেঘনায় পারাবত-৯ ও সুন্দরবন-৮ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- শাহানা বেগম (৬০) ও শাকিল (৬)।  এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। সোমবার দিবাগত রাত পৌনে ২টায়এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় ঢাকা সদর ঘাট থেকে পারাবত-৯ লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। সুন্দরবন-৮ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘনকুয়াশার কারণে রাত আনুমানিক পৌনে ২টার দিকে চাঁদপুরের মেঘনায় দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সাহানা বেগম ও শাকিল নিহত হন। তাদের বাড়ি বরিশাল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তারা ঢাকার লালবাগ এলাকায় বসবাস করেন। পারিবারিক একটি অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে সবাই লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন।

আহতদের মধ্যে ৯ জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল আনা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ছয় বছরের শিশু শাকিলের ঢাকায় আনার পথে মারা যায়।
চাঁদপুর বিআইডব্লিউটিএ জানায়, সোমবার রাতে ঘন কুয়াশায়ার জন্য এ ঘটনা ঘটতে পারে। তবে লঞ্চগুলো রাতেই স্ব স্ব গন্তব্যে ঢাকা ও বরিশাল পৌঁছে গেছে।