Press "Enter" to skip to content

মেক্সিকো সীমান্তে অভিবাসী আটকাতে মরিচ গুঁড়ার স্প্রে

যুক্তরাষ্ট্রের সীমান্ত টহল প্রহরীরা গতকাল মঙ্গলবার স্যান ডিয়েগো সীমান্তের কাছে সীমান্ত বেড়া লংঘনের চেষ্টা চালাচ্ছিল এমনি প্রায় আড়াইশো অভিবাসীকে আটকাতে মরিচ গুঁড়ার স্প্রে ছিটিয়েছে- কাঁদানে গ্যাস মেরেছে।

যুক্তরাষ্ট্রের শুল্ক বিভাগীয় কর্মী এবং সীমান্ত সুরক্ষা দল বলছে, ঐ অভিবাসীরা সীমান্ত বেড়া ডিঙ্গানোর বা তার নিচে দিয়ে হামাগুড়ি দিয়ে এগুনোর চেষ্টা করছিলেন। তবে, মঙ্গলবারেই জারী করা এক বিবৃতিতে বলা হয় সীমান্ত ডিঙ্গিয়ে যুক্তরাষ্ট্র ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা নয় ইঁটপাথর নিক্ষেপকারী অভিবাসীদের লক্ষ্য করেই কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।

সংস্থার কর্মীরা বলছেন, ঘটনাস্থলে উপস্থিত ছোট ছোট বাচ্চার নিরাপত্তা না বিপন্ন হয়, সে চিন্তার ভিত্তিতেই ইঁট পাথর নিক্ষেপকারীদের লক্ষ্য করে ঐ গ্যাস ব্যবহার করা হয়। সংস্থার কর্মীরা ২৫ জনকে গ্রেফতার করেছে, বাদবাকিরা পিছু হটে মেক্সিকো পালিয়ে যায়। খবর ভয়েস অব আমেরিকার।

Mission News Theme by Compete Themes.