Sheersha Media

ব্রেকিং নিউজ

বিকাল ৫:৩৮ ঢাকা, বৃহস্পতিবার  ২২শে নভেম্বর ২০১৮ ইং

মীরজাফরের মতো খালেদা জিয়া নামটিও বেইমানির দৃষ্টান্ত!

শনিবার সরকারি কবি নজরুল কলেজে ‘ক্লিন ক্যাম্পাস,সেফ ক্যাম্পাস’ সপ্তাহের ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রী বলেন, মীরজাফর নাম যেমন বেইমানির উজ্জ্বল দৃষ্টান্ত তেমনি বেগম খালেদা জিয়ার নামটিও বেইমানির উজ্জ্বল দৃষ্টান্ত ।তিনি আরো বলেন, ‘ক্লিন ক্যাম্পাস ,সেফ ক্যাম্পাস’ এর তাৎপর্য অনেক। এর বাস্তবায়নের জন্য আমাদেরকে শুধু ক্যাম্পাস নয়, বাংলাদেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকমুক্ত করতে হবে । ফুটবলে ফাউল করলে  যেভাবে পা ভেঙ্গে যায় তেমনিভাবে বিএনপি ফাউল খেলে এখন পা ভেঙ্গে বসে আছে । ছাত্রলীগ কোনো সন্ত্রাসী তৈরির সংগঠন নয়,তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। অতএব আমাদের বাংলাদেশ থেকে মিথ্যাবাদী, রাজাকার ও আল বদরদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ।