Sheersha Media

ব্রেকিং নিউজ

রাত ১:৫৩ ঢাকা, বৃহস্পতিবার  ২২শে নভেম্বর ২০১৮ ইং

মানুষ হত্যা, গাড়ি ভাংচুর, জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহবান

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ২০ দলীয় জোট আহুত অবরোধের নামে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা, গাড়ি ভাংচুর, জ্বালাও-পোড়াও-এর বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি আজ ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ে অবরোধের বিরুদ্ধে মহাসমাবেশ আয়োজনের লক্ষ্যে গার্মেন্টস সেক্টরের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এ আহবান জানান।
শাজাহান খান বলেন, হরতাল অবরোধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া শ্রমিক সমাজ, ধ্বংস হয়ে যাচ্ছে উন্নয়নের চাকা।
তিনি বলেন, এ অবস্থা আর চলতে দেয়া যায়না। এ ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সদস্য-সচিব জেড এম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে গার্মেন্টস শ্রমিক নেতা জাহাঙ্গীর ইসলাম, বদরুদ্দোজা নিজাম, লিমা ফেরদৌস, বাহারানে সুলতান, সিরাজুল ইসলাম রনি, নুর ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
এ সভায় শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে অবরোধের বিরুদ্ধে আগামী ৩০ জানুয়ারি বেলা আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। মহাসমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সমবেত হওয়ারও আহমান জানানো হয়।
অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য অনুদানের চেক হস্তান্তর : নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
আজ ঢাকা মেডিকেল কলেজে ন্যাশনাল ইন্সটিটিউ অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী (এন আই বি পি এস) কর্তৃপক্ষের নিকট অনুদানের চেক হস্তান্তরকালে তিনি এ আহবান জানান।
শাজাহান খান তার পিতার নামে প্রতিষ্ঠিত ‘আচমত আলী খান ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে তিন লাখ টাকা এবং সাইফ পাওয়ারটেক লিমিটেডের পক্ষ থেকে দশ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান চেক গ্রহণ করেন।
অন্যান্যের মধ্যে হাসপাতালের অধ্যাপক আবুল কালাম, এন আই বি পি এস-এর উপদেষ্টা ডা. শামন্ত নাল সেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তালুকদার রুহুল আমিন, আসমত আলী খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত এ সময় উপস্থিত ছিলেন।
সাইফ পাওয়ারটেক লিমিটেড কর্তৃপক্ষ উক্ত অনুদান ছাড়াও ১০জন গুরুতর আহত রোগীর পুর্নবাসনের ব্যবস্থা করবে।
উল্লেখ্য, যে কোন হৃদয়বান ব্যক্তি ডিএমসিএইচ-এর ডোনেশন একাউন্টে চিকিৎসা সেবার জন্য অনুদান প্রদান করতে পারবেন।