ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অন্তর্র্বর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এলিয়ট আব্রামস এক বিবৃতিতে এ আহ্বান জানান।
একই সঙ্গে মাদুরো সমর্থক বেশ কয়েকজন আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন।
এদিকে ভেনিজুয়েলার জন্য যুক্তরাষ্ট্রের পাঠানো প্রথম ধাপের ত্রাণ সহায়তা কলম্বিয়ার সীমান্ত শহর কুকুতায় পৌঁছেছে।
তবে যুক্তরাষ্ট্রের এই সহায়তাকে ‘অপমানের চেষ্টা’ আখ্যা দিয়ে মাদুরো বলেন, ভেনিজুয়েলার মানুষ ভিক্ষুক নয়। -এএফপি।