চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায় ল্যাংটা ফকিরের মাজারে হামলা চালিয়ে ও কুপিয়ে মাজারের ফকির ও খাদেমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খাদেমের নাম কাদের ইবরাহীম ও ফকিরের নাম ল্যাংটা ফকির ওরফে রহমত উল্লাহ বলে জানা গেছে।
শুক্রবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।
বায়েজিদ থানা দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানায়, নামাজের আগে ল্যাংটা ফকিরের মাজারে হামলা চালিয়ে ও কুপিয়ে ফকির ও খাদেমকে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।