Press "Enter" to skip to content

মাইলি-লিয়ামের সংসারের ইতি

বিয়ের আট মাসেই ভেঙে গেল মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস আর অস্ট্রেলিয়ার অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সংসার।

শনিবার ‘পিপল’ ম্যাগাজিনে প্রকাশ হয়েছে এ খবর।

তাতে বলা হয়, তাদের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। ‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে পরিচয় হয়েছিল মাইলি সাইরাস ও লিয়াম হেমসওয়ার্থের। তারপর প্রেম। বিয়ে করেছিলেন গত বছর ২৩শে ডিসেম্বর।

এর পর ২৭শে ডিসেম্বর বিয়ের একটি ছবি টুইটারে পোস্ট করে মাইলি সাইরাস লিখেছিলেন ‘১০ বছর পরে।’ সেই পোস্টের সঙ্গে ছিল একটি ছবি। তাতে দেখা যায়, মাইলি সাইরাস আর লিয়াম হেমসওয়ার্থ একে অপরকে আলিঙ্গন করে আছেন।

শেয়ার অপশন: