নাটোরের সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্য তথা ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে চলনবিল সিংড়া’র একটি জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মিঃ পলক নির্মাণ শ্রমিকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজের মাথায় ঢালাই- এর কড়াই ভর্তি মশলা নিয়ে সিঁড়ি বেঁয়ে ছাঁদে উঠার মাধ্যমে মসজিদটির’ নির্মাণ কাজের অংশ হিসাবে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।
তাঁর নির্বাচনী এলাকা সিংড়া’র তাজপুর ইউনিয়নের ‘নিলামপুর জামে মসজিদটির’ নির্মাণ করা নিলামপুর গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যা তিনি পূরণ করতে চলেছেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানের ছবি দিয়ে মিঃ পলক সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসও দেন। তা দেখে মিঃ পলক তাঁর অনুসারীদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন বটে তবে নিন্দুকেরা কিছুটা সমালোচনা করতেও করেছেন।
ব্যাংক আমানতে কর বসানোর উদ্দেশ্য ‘বিদেশে টাকা পাচার’ : মওদুদ