Sheersha Media

ব্রেকিং নিউজ

ভোর ৫:০৪ ঢাকা, সোমবার  ১৯শে নভেম্বর ২০১৮ ইং

ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে অন্তত মৃত্যুঃ২৩, যাকাতদাতা সহ গ্রেপ্তারঃ ৮

ময়মনসিংহ শহরে যাকাতের কাপড় সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে কমপক্ষে ২৩ জন মারা গেছে ও আহত হয়েছে আরও অনেকে।

কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছেন, আহত হয়ে অনেকেই এখন হাসপাতালে রয়েছেন এবং এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

সকালে এলাকার ব্যবসায়ী ও নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ ওই বাড়িতে যাকাতের কাপড় দেওয়ার কথা ছিল।

এতে বহু আজ ভোরে সেখানে ভীড় করলে হুড়োহুড়ি শুরু হয় ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

যাকাতদাতা ব্যবসায়ী শামীম তালুকদার সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।