Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৬:২৯ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

ফাইল ফটো

খিলগাঁও-মতিঝিলে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর মতিঝিলে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, কয়েকজন লোক এসে হঠাৎ করে বাসটিতে ঢুকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। খিলগাঁও থানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি।

FOLLOW US: