Sheersha Media

ব্রেকিং নিউজ

সকাল ৮:৫৫ ঢাকা, মঙ্গলবার  ১৩ই নভেম্বর ২০১৮ ইং

মতিঝিলে ট্যাক্সিক্যাবে পেট্রোল বোমা বিস্ফোরণ

রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংকের সামনে দুর্বৃত্তদের ছোরা দুটি পেট্রোল বোমার বিস্ফোরণে একটি ট্যাক্সিক্যাব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনার পর তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর ওই এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়েছে। তারা হলেন; রতন, আবদুল্লাহ আল মামুন ও ওমর ফারুক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে জনতা ব্যাংকের সামনে কয়েকযুবক পরপর দুইটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বোমার আগুন একটি ট্যাক্সিক্যাবে ধরে যায়। অপরটি সড়কে পড়ে কিছুক্ষণ আগুন জ্বলতে থাকে।

তারা সড়কের একটি বাস ও প্রাইভেটকারের গ্লাস ভাংচুর করে পালিয়ে যায়।

FOLLOW US: