Press "Enter" to skip to content

ভূত তাড়াতে যুবতি নগ্ন অতঃপর…

ভূত তাড়াতে গেলে নাকি নগ্ন হতে হয়৷ আমাদের দেশে ভূত তাড়ানোর নামে তান্ত্রিকরা এমন কথাই বলে থাকেন৷ শরীরে পোষাক না থাকলেই নাকি ভর করে থাকা ভূত বিনা বাধায় শরীর ছেড়ে দেয়৷ যদিও এই ধরণের কথা যারা বলেন তারা সাধারনত খারাপ লোকই হয়ে থাকেন৷ কিন্তু বর্তমানে ইউরোপে যে ভিডিওটি ইন্টারনেটে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে তাও অনেকটা এমন কথাই বলছে৷ রাশিয়ান এ ভিডিওটিতে দেখা যায়, বরফে মোড়া শহরে এক যুবতী নগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে৷ তার উদ্দেশ্য ছিল চার্চে গিয়ে প্রার্থনা করা ।

মারাত্মক ঠাণ্ডায় যখন সারা দেশ কাঁপছে তখন এই মহিলা নগ্ন অবস্থায় চার্চে পৌঁছতে বাধ্য হলেন৷ ভিডিওতে দেখা যায়, মহিলা তার মাথায় কেবল একটা টুপি ধরণের কিছু পরে রয়েছেন৷ এমনকি তার কোলে একটি ছোট শিশুও রয়েছে যে ক্রমাগত কেঁদে চলেছে৷ রাশিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, মহিলা চার্চে পৌঁছে সেখানে উপস্থিত ভক্তদের জানিয়েছেন, তিনি অশুভ আত্মার পাল্লায় পড়েছেন এবং সেগুলি থেকে মুক্তি পেতেই তিনি নিয়ম পালন করছেন৷

রুশ প্রশাসনের কানে এই খবর গেলে তারা ওই মহিলাকে আটক করেন ও তার মানসিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়৷

Mission News Theme by Compete Themes.