Press "Enter" to skip to content

‘ভাড়াটিয়ার তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা’

ভাড়াটিয়ার ব্যাপারে তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার রাজধানীর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইএমএস সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাড়ির মালিকদের উদ্দেশে আছাদুজ্জামান মিয়া বলেন, ভাড়াটিয়াদের প্রকৃত তথ্য নিয়ে বাড়ি ভাড়া দিন। এখনো যারা ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাদের দ্রুত তথ্য সংগ্রহ করে নিজ নিজ থানায় জমা দিন।

তিনি বলেন, বাড়িভাড়া দেয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডি কার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দেবেন এবং এর একটি কপি থানায় জমা দেবেন।

শেয়ার অপশন:
Don`t copy text!